জাপানের কোবে শহরে ৯-১৪, ২০১৯ মার্চ ডোমেইন ও আইপি এর পরিচালন সংস্থা আইকান (ICANN) এর বার্ষিক সম্মেলন “আইকান ৬৪” অনুষ্ঠিত হয়। সম্মেলনে আইসিটি বিভাগের প্রতিনিধি সহকারে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বাংলা ডোমেইন এর লেবেল জেনারেশন রুলস নিয়ে সম্মেলনে দুটি সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে ডোমেইন লেখার ক্ষেত্রে এবং ইউনিকোড চার্টে সঠিকভাবে বাংলা ভাষার নিয়ম অনুসরণ করার দাবি উত্থাপন করা হয়।