বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ও উন্নয়নকল্পে প্রতিষ্ঠিত সরকারের একমাত্র সংস্থা। দেশে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার জাতীয় লক্ষ্য অর্জনের পথে পরিচালিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নকল্পে নিম্নলিখিত ধাপে বিসিসি প্রতিষ্ঠিত হয় ঃ
· জাতীয় কম্পিউটার কমিটি ঃ ১৯৮৩
· জাতীয় কম্পিউটার বোর্ড ঃ ১৯৮৮
· বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ ঃ ১৯৮৯
· বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন ঃ ১৯৯০
জাতীয় সংসদের ১৯৯০ সালের ৯নং আইন বলে জাতীয় কম্পিউটার বোর্ড-কে রূপান্তরিত করে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয় যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীনে পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীনে ন্যস্ত করা হয়।